Friday, November 20, 2020

Some Absence Make You Better Some Absence Make You Better


আমি সব সময় একটা কথা বলি যে আমার দুশ্চিন্তা সম্পর্কে চিন্তা থামা‌নো উ‌চিত। যেসব জিনিস গুলো আমি আমার লাইফে হারিয়ে ফেলেছি , যেসব মানুষজনকে আমি হারিয়ে ফেলেছি, যেসব বস্তু এবং মানুষ আমার সাথে থাকতে চায়, এবং কিছু সময় কিছু মানুষের উপস্থিতি আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাদের অনুপস্থিতিকে লালন করো, এটা সর্বদাই এবং সর্বদাই একটা ভিন্ন রকমের আশীর্বাদ দিবে, তুমি তোমার জন্য বাঁচো , যেভাবে তুমি বাঁচতে চাও কারণ তোমার জীবনে সুখ কেবল তোমারই।

No comments:

Post a Comment

Some Absence Make You Better Some Absence Make You Better

আমি সব সময় একটা কথা বলি যে আমার দুশ্চিন্তা সম্পর্কে চিন্তা থামা‌নো উ‌চিত। যেসব জিনিস গুলো আমি আমার লাইফে হারিয়ে ফেলেছি , যেসব মানুষজনকে ...