Friday, November 20, 2020

Some Absence Make You Better Some Absence Make You Better


আমি সব সময় একটা কথা বলি যে আমার দুশ্চিন্তা সম্পর্কে চিন্তা থামা‌নো উ‌চিত। যেসব জিনিস গুলো আমি আমার লাইফে হারিয়ে ফেলেছি , যেসব মানুষজনকে আমি হারিয়ে ফেলেছি, যেসব বস্তু এবং মানুষ আমার সাথে থাকতে চায়, এবং কিছু সময় কিছু মানুষের উপস্থিতি আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাদের অনুপস্থিতিকে লালন করো, এটা সর্বদাই এবং সর্বদাই একটা ভিন্ন রকমের আশীর্বাদ দিবে, তুমি তোমার জন্য বাঁচো , যেভাবে তুমি বাঁচতে চাও কারণ তোমার জীবনে সুখ কেবল তোমারই।

Thursday, November 12, 2020

আমার স্পেশা‌লি‌টি আ‌ছে

 

আপনি স্পেশাল।


আপনি এবং আমি এ ফুলের থেকে খুব বেশি আলাদা নই।ফুল যেমন ইউনিক আপনিও তেমন ইউনিক।

প্রত্যেকেরই বিশেষ একটা স্পেশালিটি আছে যেটা তাদেরকে অন্যদের কাছ থেকে আলাদা করে। 

আসলে আপনি কি জানেন? 

আপনার স্পেশালিটি কি?

যদি আপনি উত্তর চান?

উত্তর বের করাটা আসলেই কঠিন?

কারণ জীবনে কিছু সময় আসে যা আপনাকে দুম‌রে মুচ‌রে ভেঙ্গে ফেলে, জীবনের এই দুর্বিষহ অবস্থার সত্যিই অনক কঠিন ।

আমার জীবনের প্রথম দুর্বিষহ অবস্থা ছিল 17 বছর বয়সে,

কারণ ছাত্রাবস্থায় আমি মারামারি করে একদিন জেল এ ছিলাম। 

এবং আমার আবেগি দাদীমা সে সময় আমার পাশে দাঁড়ান এবং তার হাত বাড়ান,  

আমার এই সময়টাতে তাকে অনেক কান্নাকাটি করতে দেখেছি সাধারণত কেউ কাউকে ভালোবাসে কাঁদলে 

সেটা তিন রকমের হয়, একটা আনন্দের কান্না, একটা দুঃখের কান্না ,একটা লজ্জার কান্না।আমার দাদী মার কান্নাটা ছিল লজ্জার কান্না।


দাদীমার কান্নাটাই আমার জীবনের পট পরিবর্তনের মুহূর্ত ‌ছিল।

আমার দাদাজান এরকম পরিস্থিতিতে বলল এটা তোমার কর্মফল , জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার দাদার তার  একটা বাল্য বন্ধুর কাছে আমাকে নিয়ে গিয়েছিল তার নাম ছিল সিয়াম । সে পেশায় একজন একাউন্টেন্ট  ছিল এবং আমাকে তার ব্যক্তিগত সহকারি হিসেবে গড়ে তোলাই ছিল তাঁর মূল লক্ষ্য।

প্রথম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে বলল, শোন তোমার  ম‌ধ্যে কিছু একটা স্পেশালিটি আছে,যা আমি দেখতে পাচ্ছি তবে সেটা কি আমি জানিনা! তবে তুমি যদি আমার সাথে কাজ কর ত‌বে আমি তোমাকে এটি খুঁজে পেতে সহায়তা করতে পারি, 

আমি তখন তাকে বললাম এটি আমার জীবনের প্রথম ঘটনা যে আমার মধ্যে কেউ কিছু দেখতে পেয়েছে। 

এরপর আমি আর স্যাম  আমাদের কাজ শুরু করি এবং কাজের ফাঁকে তিনি প্রতিদিন আমাকে বিশ্ব ইতিহাস সংস্কৃতি দর্শন সম্পর্কে গল্প বলতেন এবং সেগুলো স্কুল এর থেকেও অনেক বেশি আকর্ষণীয় ছিল ।

এরপর পরই আমি আবিষ্কার করতে পারি আমি স্বপ্ন দেখতে পারি, আ‌মি স্বপ্ন দেখতেও শুরু করি ।

এক বছর  পর আমি আবার হাই স্কুলে গেলাম , সেখান থেকে কলেজ অনার্স মাস্টার্স শেষ করলাম সফলভাবে শিক্ষাজীবন শেষ করে আমি আমার ইউনিভার্সিটিতেই একটা সুন্দরী মেয়ের পাল্লায় পড়লাম ।

তার প্রেমে মশগুল হয়ে গেলাম , ঠিক এক বছর পর মেয়েটা যখন আমার কাছ থেকে চলে গেল তার ভালোবাসা হারিয়ে আমি আবারও চূর্ণ-বিচূর্ণ হয়ে গেলাম । আমার পুরো পৃথিবীতে শ্বশান হয়ে গেল। আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেললাম।

 এবার আমি আমার বাবার সাহায্য নিলাম ।

আমার বাবা আমাকে বলল তুমি আসলে তোমার মায়ের মত হয়েছে । 

এর পর আমার বাবা আমা‌কে অদ্ভুত এক ক্লাবের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং সে ক্লাবের  যিনি মালিক, তিনি আমাকে প্রথম নজরে দেখতে পেয়ে বললেন,

তোমার মধ্যে কিছু একটা আছে, যেটা অনেক বেশি স্পেশাল ।কিন্তু আ‌মি  জানিনা এটা কি? তবে তুমি যদি মাসে দুই দিন আমার ক্লা‌বে আসো এবং ক্লাস কর!

তাহলে আমি তোমাকে আবিষ্কার করে দিতে পারি?এরপর ক্লাবে নিয়মিত হয়ে আমি ক্লাস করা শুরু করলাম ।

এর পর আমি আবিষ্কার করতে পারলাম!

আসলে আমি কথা বলতে পারি।

আমি কথা বলতে পছন্দ করি ।


পরবর্তীতে এটি আমাকে শিক্ষক হতে পরিচালিত করে। আমি আমার পেশাগত জীব‌নে আবার আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ি, এবং আরেকজনের সঙ্গে পরিণয় আবদ্ধ হই , 

এবার আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে কেন ভালোবাসো ?  সে বলল, তোমার মধ্যে কিছু একটা দেখেছি যেটা অ‌নেক অ‌নেক স্পেশাল।

তবে আমি জানি না সেটা কি ?

আমি জীবনে অনেকবার ভেঙে পড়েছি, দুমড়ে-মুচড়ে গিয়েছি, জীবনের কিছু দুর্দান্ত লোক আমাকে আবার পথ দেখিয়েছে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।



আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

আমি যখন আপনার দিকে তাকাই, তখন আমি ও আপনার মধ্যে কিছু একটা দেখতে পাই, অ‌নেক স্পেশাল কিছু একটা।  

তবে সেটা কি আমিও জানিনা ?

জাস্ট ডিসকাভার ইউর‌শেলফ উইথ ইউর ইমা‌জিন পাওয়ার।

নিজেকে আবিস্কার করতে পারাটাই তো আসলে সফলতার মূলমন্ত্র ।

আমরা  সবসময় একজন সফল মানুষ হিসেবে গর্ববোধ করতে চাই।


কথার শ‌ক্তি

আপনার কথার একটা অসম্ভব শ‌ক্তি আ‌ছে।


কি? 

আপনার কি মনে হয় ধূমপানই মৃত্যুর একমাত্র কারন।


আপনি কি জানেন ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ কি?

এর কারণ ইস‌লে সিগারেট নয় !


এর কারণ হচ্ছে আপনার ডিএনএ ।


আমি আমার 5 জন বন্ধুর একটি দলকে ঠিক একই কথা বলেছিলাম এবং তারা পাঁচজনই আমার কথা বিশ্বাস করেছিল এবং তাদের মধ্যে দুইজন ধূমপান করা শুরু করে দিয়েছিল ।


আসলে আপনার কথার একটা শক্তি আছে ।


আপনি আপনার কথার শক্তি দ্বারা একজন লোক কে বস্তি থেকে তুলে নিয়ে যেমন তাকে পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে পারবেন, আবার আপনি আপনার কথার দ্বারা তার সারা জীবনের সমস্ত শক্তি ও বিনষ্ট করতে পারবেন ।


আসলে আপনার অনেক সুন্দর কথা ও থাকতে পারে কিন্তু তা যদি সুন্দর ভাবে প্রকাশ না করা হয় তবে  আপনার সুন্দর কথাও অনেক সময় অর্থহীন হয়ে পড়ে ।


আমি আমার বাস্তব জীবন থেকে একটা উদাহরণ দেই 

আমার 4 বছরের একটা ভাতিজা ছিল তাব দেয়ালে আঁকা কি করার একটা বদ অভ্যাস ছিল । কোন এক সন্ধ্যায় আমি তার কক্ষে হাঁটছিলাম এবং দেখলাম সে দেয়ালে আঁকা আ‌কি করছে, আমি তাকে ধমক দিয়ে বললাম এই তুমি কি বেয়াদব?


তুমি দেয়ালে আঁকা কি করছ কেন 


তারপর কি ঘটেছিল 


সে কি আকা আ‌কি কি করে বন্ধ করে দিয়েছিল, 

না,


এক সপ্তাহ পরে আমি আবার তার রুমে হাট‌ছিলাম তখন দেখলাম সে আবার দেয়ালে আঁকা কি করছে,


এবার আমি অত্যন্ত নিচুস্বরে তাকে ডাক দিলাম 

সুইটি মামনি, এদিকে এসো তুমি এখন অনেক বড় হয়েছো 


তুমি কিন্তু আর আকা আ‌কি করোনা,

 

এরপর থেকে সে আর কখনো আঁকাআঁকি করেনি 


তার মানে হল তার মন বিশ্বাস করেছে সে আসলেই অনেক বড় হয়েছে ।


আপনি আপনার কথার দ্বারা শুধু একজন মানুষের মনোজগতকে পরিবর্তন করতে পারবেন তা না, এমনকি তার পুরো পৃথিবীকে বদলে দিতে পারেন।


আসলে আমরা তো তাই চাই ।


আমরা কথার দ্বারা একটা সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে চাই ।


এটাই হোক আমাদের আগামীদিনের প্রত্যয়।




Some Absence Make You Better Some Absence Make You Better

আমি সব সময় একটা কথা বলি যে আমার দুশ্চিন্তা সম্পর্কে চিন্তা থামা‌নো উ‌চিত। যেসব জিনিস গুলো আমি আমার লাইফে হারিয়ে ফেলেছি , যেসব মানুষজনকে ...