Thursday, November 12, 2020

কথার শ‌ক্তি

আপনার কথার একটা অসম্ভব শ‌ক্তি আ‌ছে।


কি? 

আপনার কি মনে হয় ধূমপানই মৃত্যুর একমাত্র কারন।


আপনি কি জানেন ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ কি?

এর কারণ ইস‌লে সিগারেট নয় !


এর কারণ হচ্ছে আপনার ডিএনএ ।


আমি আমার 5 জন বন্ধুর একটি দলকে ঠিক একই কথা বলেছিলাম এবং তারা পাঁচজনই আমার কথা বিশ্বাস করেছিল এবং তাদের মধ্যে দুইজন ধূমপান করা শুরু করে দিয়েছিল ।


আসলে আপনার কথার একটা শক্তি আছে ।


আপনি আপনার কথার শক্তি দ্বারা একজন লোক কে বস্তি থেকে তুলে নিয়ে যেমন তাকে পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে পারবেন, আবার আপনি আপনার কথার দ্বারা তার সারা জীবনের সমস্ত শক্তি ও বিনষ্ট করতে পারবেন ।


আসলে আপনার অনেক সুন্দর কথা ও থাকতে পারে কিন্তু তা যদি সুন্দর ভাবে প্রকাশ না করা হয় তবে  আপনার সুন্দর কথাও অনেক সময় অর্থহীন হয়ে পড়ে ।


আমি আমার বাস্তব জীবন থেকে একটা উদাহরণ দেই 

আমার 4 বছরের একটা ভাতিজা ছিল তাব দেয়ালে আঁকা কি করার একটা বদ অভ্যাস ছিল । কোন এক সন্ধ্যায় আমি তার কক্ষে হাঁটছিলাম এবং দেখলাম সে দেয়ালে আঁকা আ‌কি করছে, আমি তাকে ধমক দিয়ে বললাম এই তুমি কি বেয়াদব?


তুমি দেয়ালে আঁকা কি করছ কেন 


তারপর কি ঘটেছিল 


সে কি আকা আ‌কি কি করে বন্ধ করে দিয়েছিল, 

না,


এক সপ্তাহ পরে আমি আবার তার রুমে হাট‌ছিলাম তখন দেখলাম সে আবার দেয়ালে আঁকা কি করছে,


এবার আমি অত্যন্ত নিচুস্বরে তাকে ডাক দিলাম 

সুইটি মামনি, এদিকে এসো তুমি এখন অনেক বড় হয়েছো 


তুমি কিন্তু আর আকা আ‌কি করোনা,

 

এরপর থেকে সে আর কখনো আঁকাআঁকি করেনি 


তার মানে হল তার মন বিশ্বাস করেছে সে আসলেই অনেক বড় হয়েছে ।


আপনি আপনার কথার দ্বারা শুধু একজন মানুষের মনোজগতকে পরিবর্তন করতে পারবেন তা না, এমনকি তার পুরো পৃথিবীকে বদলে দিতে পারেন।


আসলে আমরা তো তাই চাই ।


আমরা কথার দ্বারা একটা সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে চাই ।


এটাই হোক আমাদের আগামীদিনের প্রত্যয়।




No comments:

Post a Comment

Some Absence Make You Better Some Absence Make You Better

আমি সব সময় একটা কথা বলি যে আমার দুশ্চিন্তা সম্পর্কে চিন্তা থামা‌নো উ‌চিত। যেসব জিনিস গুলো আমি আমার লাইফে হারিয়ে ফেলেছি , যেসব মানুষজনকে ...